আমি সাজ্জাদুর রহমান। কাজ করছি ২ডি এনিমেশন এবং ভিডিও এডিটিং নিয়ে। ফাইভার এ ২০১৭ সাল থেকে কাজ করছি এবং লেভেল ২ সেলার হিসেবে আছি। বর্তমানে ফাইভার এর পাশাপাশি লোকাল এবং ফরেন কিছু ক্লাইন্ট এর সাথে কাজ করছি। আমি আমার ৪ বছরের অভিজ্ঞতার আলোকে সবার জন্য নিয়ে এসেছি ২ডি এনিমেশন এর ইজি কোর্সটি। কোর্সটিতে একদম বিগিনার থেকে এডভান্স লেভেল পর্যন্ত সকল বিষয় দেখানো হয়েছে। এমন কি লাইভ প্রজেক্ট এর আলোকে দেখানো… Read More
কোর্সটি অত্যন্ত যুগউপযোগী ও অর্থ উপার্জনে সক্ষম। 😀ভিডিও তৈরিতে সকল সুযোগ-সুবিধা বিদ্যমান। আশা করি এই সুবিধা অন্য কোথাও পাওয়া যাবেনা।
সত্যি এরকম একটা কোর্স অনেক দিনের স্বপ্ন ছিল। ইউটিউবে এরকম ভিডিও মেক করার ইচ্ছা অনেক দিন আগে থেকেই ছিল। 🙏🏻🙏🏻🙏🏻কিন্তু প্রিমিয়াম ফুটেজ গুলো লিগালি ইউস করার কোনো ওয়ে ছিল নাহ। এখন আমি খুব হ্যাপি। কারণ এক ঢিলে ২ পাখি পেয়েছি। এক দিকে ইউটিউব আর অন্য দিকে নিজের প্রডাক্ট প্রমোশন নিয়ে আর চিন্তা করতে হবে নাহ। আশা করি এটা আমাদের জন্য আশীর্বাদ হিসেবে কাজ করবে। ইন্সট্রাক্টরি কে ধন্যবাদ জানাই। আর সাজ্জাদ ভাইয়ের জন্য রইল মন থেকে দোয়া। ৫ ষ্টার দিয়ে মনে হচ্ছে কোর্সটা এটলিস্ট ১০ ষ্টার পাওয়ার যোগ্যতা রাখে।
যুগোপযোগী একটা কোর্স, ফ্রিল্যান্সিং এর প্রয়োজন বুঝে খুব সহজে তৈরি করা হইছে। আমার কোর্স কমপ্লিট, শুধু বস হওয়ার বাকি তারপর ✌️মার্কেটপ্লেসে✌️। আশা করি খুব তাড়াতাড়ি নিজের ৫ স্টার রিভিউ শেয়ার করতে পারব💵। 😍ধন্যবাদ প্রিয় ইন্সট্রাক্টর।
nice course
সাজ্জাদুর রহমান ভাই সম্পর্কে বলতে হলে প্রথমেই তার আন্তরিকতার কথা চলে আসে। যা একজন শিক্ষকের থাকা আবশ্যক। অমায়িক ব্যবহার৷ অসাধারন মানুষ। খুবই সাবলিল ভাবে সহজ উপায়ে এই কোর্সের ভিডিও গুলো তৈরি করেছেন সেটা প্রথম ভিডিও দেখেই আশা করি সবাই বুঝতে পারবেন৷ এবং অন্যকে সহযোগিতা করার মতো চমৎকার মনোভাব নিয়েই উনি পুরো কোর্স টা প্রস্তুত করেছেন। সুতরাং অসাধারণ একজন ইন্সট্রাক্টর, অসাধারণ একটা কোর্স ১০০% রিকমেন্ড করছি! সবকিছুই কভার করা হয়েছে অভারভিউ দেখে বুঝলাম এন্ড উনার বুঝানোর স্টাইল জাস্ট অসাম ।ধন্যবাদ।
I like it. I hope it will be very helpful to me
Outstanding course!
সাজ্জাদ ভাইয়ার এই কোর্সটি থেকে অনেক কিছু শিখেছি ।এবার নিজের চেষ্টা আর আল্লাহ চাইলে সফলতায় জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সাজ্জাদ ভাই,ধন্যবাদ ইনসট্রাক্টরি।।❤️❤️❤️
Alhamdulillah, I bought this course that helps me to know many things to make video content in puts and outs (by drag and drop). Our mentor is very talented to discuss this tool in detail. Actually, This is a very easy way to make something creative as your own if you will use an unlimited plan. Overall, in this course, I will suggest you buy for your making video content (personal/buyer). Ultimately, I will say again This course is supercalifragilisticexpialidocious.
As per my Previous Experience, he is very Succesful As a Mentor! why?? he Not only selling the Course and put his hands off, he also Provide the Proper Guidelines, Tools, Software which Actually Needed! those are the keys for a student for motivate his/herself & Being Successful. I'm blesses to being Enrolled his 2 Courses which is Outstanding!! Thanks for all of your afford! 🙏
Oustanding Course vaia ☺️
Amazing Course ❤️❤️❤️❤️
Again in one sentance: Low price High service👌
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। এমন একটা দারুন কোর্স আমাদের উপহার দিয়েছেন। এত সহজে ভিডিও এডস বানাতো পারবো তা জানতাম না। প্রোডাক্ট প্রমশনের জন্য দারুন একটা কোর্স হবে এটা। আমার জন্য সেরা একটা কোর্স হয়েছে। আর সব সময় আপনি আমাকে হেল্প করেছেন। ফাইবার নিয়েও অনেক সমাধান পেয়েছি আপনার থেকে । ভালোবাসা ভাইয়া।
Great Thanks
সময় উপযোগী অসাধারণ কোর্স মনে হয়েছে। আশা করি লার্নাসরা এগিয়ে যেতে পারবো।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। এমন একটা দারুন কোর্স আমাদের উপহার দিয়েছেন। এত সহজে ভিডিও এডস বানাতো পারবো তা জানতাম না। প্রোডাক্ট প্রমশনের জন্য দারুন একটা কোর্স হবে এটা। আমার জন্য সেরা একটা কোর্স হয়েছে। আর সব সময় আপনি আমাকে হেল্প করেছেন। ফাইবার নিয়েও অনেক সমাধান পেয়েছি আপনার থেকে । ভালোবাসা ভাইয়া।
কি বলবো। জাস্ট অসাধারণ একটা কোর্স। যারা নতুন কাজ করতে চান এই কোর্স টা তাদের জন্য বেস্ট কোর্স। যারা আগে থেকে কাজ করছেন বিভিন্ন সেক্টর নিয়ে তাদের জন্য ভালো একটা কোর্স। আমি নিলাম আমার কোম্পানির মার্কেটিং করার জন্য এবং ইউটুবে এ ভিডিও দেয়ার জন্য।
This is insane. We get a premium software in 99% cheap only for Our beloved instructor.. So I am so much excited with this course.
2Z Promotional & Social Media Video Ads Package With Shutterstock - এই রকম একটা কোর্সই আমার খুব দরকার ছিল... অনলাইন টুলের মাধ্যমে কিভাবে খুব দ্রুত সময়ে যেকোনো ভিডিও এডিট করা যায় ও সেই সাথে প্রিমিয়াম মেম্বারশিপ দেয়ার জন্য মেন্টর সাজ্জাদ রহমান ভাইকে ধন্যবাদ জানাই...উনি সবকিছু খুব ভালো ভাবে বুঝিয়েছেন... সামনেও আরও সাপোর্ট পাবো উনার কাছ থেকে আশা করছি...??!! 😊😍😇
Very useful and newbie-friendly course. the special part is we can get unlimited access for 1 year only for 6 dollars.
One of the best step by step follow through course on the platform. Definetly helpful and Sazzad bhai is very responsive and helpful to his student. Recommended.
খুব অসাধারন একটা কোর্স। সহজে শিখতে পারলাম। ভাই খুব হেল্পফুল ।১০০/১০০
আমার দেখা অন্যতম একটা বেস্ট কোর্স। এতো ইজি ওয়েতে এমন কিছু পাওয়া যাবে কোন দিন চিন্তাও করি নাই। আর সাজ্জাদ ভাই এতো সাপোর্ট কেমনে দেয় আমি জানি না। যখনই নক করি সুন্দর করে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। সিরিয়াসলি ভাই আপনি আর আপনার কোর্স দুই টাই সিম্পলি গর্জিয়াস। রিকমান্ডেড কোর্স ফর এভরি পার্সন হো নোউজ এটলিস্ট বেসিক কোম্পিউটার
দারুন একটা র্কোস, খুব সহজে দেখানে হয়েছে । বাংলাতে এমন র্কোস নাই বল্লেই চলে। Instructory. ধন্যবাদ স্যার সাজ্জাদুর রহমানকে ❤️❤️❤️❤️
সব বিষয় খুঁটি নাটি খুব সুন্দর করে শিখানো হইছে তার সাথে লাইভ সাপোর্ট । ধন্যবাদ ভাই এমন অপরচুনিটি দেয়ার জন্য।
Amazing course.
কোর্স এনরোল করছি এবং ভিডিও দেখা শুরু করেছি । এখন পযর্ন্ত যে ভিডিও গুলো দেখেছি অনেক ভাল লাগছে আশা করি সব গুলো ভিডিও দেখলে আরও অনেক কিছু শিক্ষবো ইনশাল্লাহ ।
সাজ্জাদুর রহমান ভাইকে অনেক ধন্যবাদ এমন একটি কোর্স ইনস্ট্রাক্টরি প্লাটফর্মে আনার জন্য। কিভাবে খুব সহজে সোশ্যাল মিডিয়া প্রমোশনাল ভিডিও অ্যাড তৈরি করা যায় তা আমাদেরকে কোর্সের প্রতিটা লেকচারে তৈরি করে দেখিয়েছেন। ফলে এখন থেকে আমাদের জন্য বা ক্লাইন্ট এর জন্য প্রমোশনাল ভিডিও অ্যাড বা ইউটিউব ভিডিও তৈরি করা খুব সহজ হবে।সময়পোযোগী এমন একটি কোর্স আনার জন্য সাজ্জাদুর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ👏👏।
I like this course! this course helped me a lot about video editing. Thank you ❤️❤️❤️
If you want to create you carrer in the freelanceing ,It is best of course of them.Easy,Short ,Without the previous knowledge anyone do it .At last lt is a fabulous one course with sazzadur Rahman vai.
I am totally glad to this course. Such a beautiful opportunity to get a lot of gifts. How wonder this! This instructor is very cool and good person. I am so happy to take part with them. Happy wishes for you Sazzad Rahman Vaia.💖
best mentro.
thats great
অনেক সুন্দর করে সাজানো কোর্সটা। Promotional & Social Media Video Ads Package With Shutterstock নিয়ে পূর্ণাঙ্গ ধারণা পেতে কোর্সটি নিতে পারেন সবাই। এই স্কিলটিকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে আরো সমৃদ্ধ করার অনেক সুযোগ বিদ্যমান। ভাইয়া অনেক হেল্পফুল। অনেক ইনজেয়েবল কোর্সটি।
A great course for everyone.
awsome!! it's a great course 👍
Just awesome for promo video.Anybody can use and operate...
this course very helpful
One of the best course.
Excellent Course . 😍😍😍 Mentor is very supportive and always ready to help the studenst.
This course is very resourcefull for any Digital Marketer. Anyone can create Promotional Videos if he completes the course attentively and with good practice. The Instructor Sazzadur Rahman is very responsive in need of any help. Recommended😊
This course very helpful for us. Thank you so much
Having problem to upload your course videos or, buy tutorials from genius instructors?
group link please